জিবি নিউজ 24 ডেস্ক //
রাজধানীর গুলিস্তানে ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
তিনি বলেন, নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোর দায়ে ৯ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির গাড়ির ধাক্কায় নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যু হয়। পরে ঘটনা তদন্তে কমিটি করে সিটি করপোরেশন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন