মৌলভীবাজারে মাধ্যমিক বিদ্যালয়ে হ্যান্ড ওয়াশ এন্ড ডিংকিং ওয়াটার ষ্টেশন উদ্বোধন ও ছাত্র শিক্ষক প্রশিক্ষন

মৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজার সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে হ্যান্ড ওয়াশ এন্ড ডিংকিং ওয়াটার ষ্টেশন উদ্বোধন ও ছাত্র শিক্ষক প্রশিক্ষন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল রোববার ১১টায় ব্র্যাক ওয়াশ কর্মসূচি মৌলভীবাজার সদর এর আর্থিক সহযোগীতায় কর্মসুচির উদ্ধোধনী অনুষ্ঠান আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলুদ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বাধন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া,ব্র্যাক জেলা প্রতিনিধি এ্যালিমেন্ট হাজং। 
বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ কর্মসুচির এরিয়া সুপাভইজার মীর গোলাম মোস্তফা, সদর উপজেলার বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান মো: মখলিছুর রহমসান,জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক ফারুক আহমদ প্রমুখ। ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮শিক্ষক ও ১৬জন শিক্ষার্থী দিনব্যাপী প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। বিদ্যালয় গুলি হলো, আজমনি বহপাক্ষিক উচ্চ বিদ্যালয়,বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, কাজির বাজার আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় জগতপুর উচ্চ বিদ্যালয় । প্রশিক্ষন কর্মসুচির উদ্ভোধন শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ডিংকিং ওয়াটার ষ্টেশন ও বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের জন্য উন্নতমানের হান্ড ওয়াশ কর্মসুচির উদ্ধোধন করেন ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন