জিবি নিউজ 24 ডেস্ক //
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞাকে বেপরোয়া পদক্ষেপ উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে ভুল কাজ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে দ্রুত এই ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারিও দেন তিনি।
সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র তাদের বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে চীনও পাল্টা কঠোর ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, গত শুক্রবার বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া ও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন