জিবি নিউজ 24 ডেস্ক //
বাংলাদেশ সফরররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ তার বাসভবনে তৈরি মিষ্টি, কেক আর বিস্কুট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রীকে এই উপহার দেন ভারতের রাষ্ট্রপতি। এসময় তিনি ‘সুস্বাদু ও মিষ্টি’ আম উপহার পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে রাম নাথ কোবিন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে সাংবাদিকদের সামনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন তারা।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আম উপহার পাঠিয়েছিলেন, সেই আম মিষ্টি ও সুস্বাদু ছিল বলে বৈঠকে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক সময় ভারত আশ্রয় দিয়েছিল, সেজন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দু'দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বুধবার ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ তিনদিনের সফরে ঢাকায় এসেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন