জিবি নিউজ 24 ডেস্ক //
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশে ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডমিঙ্গোতে জরুরি অবতরণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দূর্ঘটনায় বিমানের ৯ আরোহীর সবাই নিহত হয়েছে।
বুধবার লা ইসাবেলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লোরিডায় রওনা হওয়ার ১৫ মিনিটের মধ্যেই হেলিদোসা এভিয়েশন গ্রুপের ওই বিমানটি লাস আমেরিকাস বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করে ও বিধ্বস্ত হয় বলে ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।
দু্র্ঘটনায় বিমানের ৭ যাত্রী ও দুই ক্রুর সবাই মারা যান বলে টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে হেলিদোসা।
নিহতদের মধ্যে পুয়ের্তো রিকোর সুপরিচিত সঙ্গীত প্রযোজক হোসে এ হার্নান্দেজ, তার স্ত্রী ও সন্তান আছেন বলে জানিয়েছেন হার্নান্দেজের প্রচারের দায়িত্বে থাকা এক কর্মকর্তা।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। হেলিদোসা জানিয়েছে, তারা দুর্ঘটনার তদন্তে ডমিনিকান রিপাবলিকের কর্তৃপক্ষের তদন্তে সহায়তা করবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন