নয় বছর পর পাকিস্তান সফরে বাংলাদেশের মন্ত্রী

জিবি নিউজ 24 ডেস্ক //

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) বিশেষে অধিবেশনে যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে এই বিশেষ অধিবেশন আহ্বান করেছে ওআইসি। এর মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর বাংলাদেশের কোনো মন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের একটি অধিবেশনে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এ সফরে সঙ্গী হচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানান, মূলত বিশেষে অধিবেশনে যোগ দিতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিবসহ বাংলাদেশের প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে। এই সফর সূচিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের এজেন্ডা আপাতত নেই।

সূত্র জানায়, পাকিস্তানে ওআইসির সিনিয়র অফিসিয়াল বৈঠকে শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত থাকবেন। পরদিন রোববার (১৯ ডিসেম্বর) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে , ২০১২ সালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফর করেছিলেন। এরপর দীর্ঘ নয় বছর বাংলাদেশ থেকে পাকিস্তানে মন্ত্রী পর্যায়ে কোনো সফর হয়নি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন