সূইনডন বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশেব় মহান স্বাধীনতা দিবস উজ্জাপন করা হয়েছে। ১৬ই ডিসেম্বব় স্হানিয় সময় দুপুর ১২ ঘটিকায় সুইনডনেব় স্হানিয় জি ডাবলিউ পার্কে অবস্তিত স্হায়ী শহিদ মিনাব় প্রাঙ্গণে । শহিদ মিনারে ফুল দিয়ে তাদের প্রতি স্রধা জানানো হয়। এতে বাংলাদেশ এসোসিয়েশন সুইনডনের পক্ষ থেকে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারপর যুক্তরাজ্য আওয়ামিলীগ সুইনডন এবং যুক্তরাজ্য বি এনপির শ্রদ্ধা জানানো হয়।
বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সংগঠনের ট্রেজারার এম এ আউয়ালের সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ছালেহ্ আহমদের পরিচালনায় এতে বক্তভ্য রাখেন সুইনডনের ডেপুটি মেয়র কাউন্সিলর আব্দুল আমিন, উইলসায়ার ক্রাইম এন্ড পুলিশ কমিশন পেনেলের সহসভাপতি কাউন্সিলর জুনাব আলী, কাউন্সিলর জামাল মিয়া, আব্দুল হালিম স্বপন, আখলাকুর রহমান মাছুম, রাজিব মালাকার রাজু, ছাইফুর রহমান শামিম, সফিক মিয়া, বীর মুক্তিযুদ্ধা সফিক মিয়া, আহাদ আলী, মারুফ আহমদ, আব্দুর রহিম, মাইনুল ইসলাম সেলিম, মামুন মিয়া, হানিফ সহ আরো অনেকেই।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন