উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |

বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২-২৩ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মহাজোট ও ঐক্যজোট প্যানেল অংশগ্রহণ করে এবং জেনারেল গ্রুপ ও এসোসিয়েট গ্রুপে প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বিতা করে।উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইলেক্ট্রিক্যালক এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ ডিসেম্বর)  রাজধানীর গুলিস্তান কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্য মঞ্চ) উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা হতে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ হয়।এফবিসিসিআই এর পরিচালক  ও ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মাদ হারুন অর রশিদ সিআইপি, আলহাজ্ব মকবুল আহমেদ খান ও মোঃ জাকির হোসেন মজুমদারের নেতৃতে গঠিত নির্বাচন বোর্ড সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে এই নির্বাচন সম্পন্ন করেন। এফবিসিসিআই এর পরিচালক হাফেজ মোহাম্মাদ হারুন অর রশিদ সিআইপি নির্বাচন বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুর রাজ্জাক। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বশির আহমেদ পাঠান ও আবু তাহের পাটোয়ারী। 

নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক হাফেজ মোহাম্মাদ হারুন অর রশিদ (সিআইপি) জিবি নিউজকে জানান, 'বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ব্যবসায়ীদের কাছে একটি মাইলফলক হয়ে থাকবে।নির্বাচনে জয় পরাজয় থাকবেই। নির্বাচনের ফলাফল যাইহোক সকলে মেনে নেবেন এই প্রত্যাশা করি। এই নির্বাচনকে কেন্দ্র করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি যাতে উৎসবমুখর পরিবেশে সবাই ভোট প্রদান করতে পারেন।আমরা চাই এই ভোটের মাধ্যমে যথার্থ ভাগ্য নির্ধারণ হোক।'

ভোট চলাকালীন সময়ে এফবিসিসিআই'র পরিচালকবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানিয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, গণ্যমান্য ও ব্যবসায়ি ব্যক্তিবর্গ আসেন ভোট কেন্দ্র পরিদর্শনে। ভোট কেন্দ্র পরিদর্শনে আসা নেতৃবৃন্দরা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা বা অনিয়্ম আমাদের নজরে আসেনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২-২৩ -এ মহাজোট ও ঐক্যজোট প্যানেলে মোট ৫৬ জন পদপ্রার্থী জেনারেল গ্রুপ ও এসোসিয়েট গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খন্দকার রুহুল আমিন সিআইপি'র নেতৃতে গঠিত মহাজোট মনোনীত জেনারেল গ্রুপের প্রার্থীরা হলেন, মাহবূব হাসান সরকার, আলীমূজ্জামান আলম, মোঃ আবুল কাশেম সরদার, এস.এম উজ্জ্বল,মোঃ অলিউর রহমান, হাজী মোঃ শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল হামিদ, ইসমাইল বকশী, আসাদুজ্জামান সুমন এবং এসোসিয়েট গ্রুপে মোঃ সামসুদ্দোহা উজ্জ্বল, মোঃ জামাল সরদার, শিবু ঘোষ, হাজী মোঃ ইসমাইল হোসেন, অাফছার উদ্দিন মজুমদার, মোঃ অাবদুর রহমান আজাদ, ইমন বেপারী ও মোঃ ফারুক হোসেন প্রমুখ। 

অপরদিকে, মীর নিজাম উদ্দিন'র নেতৃতে গঠিত ঐক্যজোট মনোনীত জেনারেল গ্রুপের প্রার্থীরা হলেন, আলহাজ্ব আবু হযরত রানা, মোঃ দিদারুল ইসলাম খান, আলহাজ্ব হারুনুর রশীদ, মোঃ অাফতাব জাবেদ, কামাল আহমেদ ভুইয়া, মোঃ মামুনুল হাসান পলাম, মাইনুদ্দির আহমেদ ইকবাল, শেখ মোঃ জাবেদ ঊদ্দিন, দেলোয়ার হোসেন, নুর মোহাম্মদ, মোঃ আনিছুর রহমান এলিন এবং এসোসিয়েট গ্রুপে হারেস মোহাম্মদ, বশির আহমেদ, কফিলউদ্দিন খন্দকার লিটন, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ সোহেল,বেলাল হোসেন রিংকু, আহমেদ কামরুল ইসলাম মেহতাব, মোঃ এরসাদ সিকদার ও মোঃ আতিকুর রহমান প্রমুখ। 

এসোসিয়েশনের অন্তর্ভুক্ত মোট ভোটার সংখা ৪৩২৩ জন। 

ভোট গণনা এখনো চলছে। আশা করা যাচ্ছে আজ মধ্য রাতে গণনা শেষ হবে এবং ফলাফল ঘোষণা করা হবে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন