লন্ডনে গ্রেটার খুলনা এসোসিয়েশনের জরুরি সাধারণ সভা সম্পন্ন : নবান্ন উৎসব স্থগিত

বিলেতে খুলনার সবচেয়ে প্রাচীন ও প্রভাবশালী সংগঠন গ্রেটার খুলনা এসোসিয়েশনের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর বুধবার পূর্ব লন্ডনের মাইলান্ডে অনুষ্ঠিত এ সাধারণ সভা থেকে  ২০ ডিসেম্বর  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ৫০ তম  মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নবান্ন উৎসব সহ সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।টাওয়ার হ্যামলেটসে কোভিড-১৯ সংক্রমণ হার বৃদ্ধির  প্রেক্ষিতে  সরকারের বিধি নিষেধের উপর সম্মান রেখে অনুষ্ঠানে  অংশ গ্রহণকারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে  অনুষ্ঠান  আপাতত স্থগিতের  সিদ্ধান্ত নেয়া বলে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় । 

বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রেটার খুলনা এসোসিয়েশনের আহবায়ক কমিটির প্রধান এস এম সিপারের সভাপতিত্বে ও সদস্য সচিব নাহিদ নেওয়াজ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবু সুফিয়ান ঝিলাম ,আইনজীবী এমদাদুল হক চঞ্চল, সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু,মাকসুদ আহমেদ সুমন, সুলতানা আহমেদ শেখ ,মো: কাইয়ুম হাসান স্বপন, তোবারক হোসেন, মোঃ অহিদুজ্জামান, সিফাত সিমি,মজনুর রশিদ রনি,এম ডি এনামুল হক,মো: ইকরামুল হক মো: তাহসিন আন প্রমুখ। । এ ছাড়াও গ্রেট ব্রিটেনের বিভিন্ন শহর থেকে খুলনার  অসংখ্য সম্মানিত সদস্য ভার্চুয়ালি মিটিংয়ে যুক্ত হয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।    
  প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ৫০ তম  মহান বিজয় দিবস উপলক্ষে গ্রেটার খুলনা এসোসিয়েশন নানা মুখী পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে শুধুমাত্র ২০ ডিসেম্বরের   নবান্ন উৎসব , আলোচনা সভা ,প্রখ্যাত উপস্থাপক তাহমিনা শওকতের গ্রন্থনায় শিশুদের বিশেষ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হলো ।বাকি সব স্বাভাবিক নিয়মে চলবে। 
সংগঠনের নির্বাচিত কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে চলতি মাসের মধ্যে ৩/৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় গ্রেটার খুলনা এসোসিয়েশনের জরুরি সাধারণ সভা থেকে।    

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন