মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধিঃ

রাজনগর উপজেলার কদমহাটা হাই স্কুলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জদুর অলহা গ্রামের শাহরিয়া আহমদ রাজ (১৯) নিহতের ঘটনায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আজ ১৯ ডিসেম্বর রাতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নিহত শাহরিয়া আহমদ রাজ এর মা লাকি বেগম ও সাব্বির খাঁন। লিখিত বক্তব্য তিনি জানান- গত ১২ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে কদমহাটা হাই স্কুলের সামনে পিকআপ ভ্যান মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে রাজ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । পরিবারের লোকজনদের সম্মতিতে ময়না তদন্ত না করে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু ঘটনার প্রায় ২মাসের অধিক সময়ের পর গত ১৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে আমার দেবর মো: আব্দুল হান্নান তার নিজ পরিকল্পনা বাস্তাবায়নের জন্য সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন তা সঠিক নয়। সম্প্রতি তার হীন চরিত্র ও কু-মতলব বাস্তবায়ন করার জন্যই এ আয়োজন। পর্তুগালের ভিসা দেওয়ার ব্যপারে টাকার সিদ্ধান্ত ও ৮ লক্ষ টাকা সাব্বির খানকে নগদ দেওয়ার বিষয়টি সম্পর্ন মিথ্যা ও কাল্পনিক। তিনি আরো জানান- রাজ যে দিন মৃত্যুবরণ করে সেই ঘটনাটি একাধিক সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। হাজার হাজার লোকজন সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ঘটনাস্থলের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়। ঘটনার প্রায় দুই মাসের অধিক সময় পর সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করা এক গভীর ষড়যন্ত্রের অংশ। আব্দুল হান্নান আমার পিতার ও ছেলের পরিবারের সমূহ সম্মত্তি আত্মসাৎ করার জন্যই এ পরিকল্পনা করছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন