মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি||
কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মডার্নার বুস্টার ডোজ কার্যকরী। সোমবার কোম্পানিটি এক ঘোষণায় এ তথ্য দিয়েছে। ল্যাবরেটরি টেস্টের ফলাফলের ভিত্তিতে কোম্পানিটি বলছে, এই ভ্যাকসিনই ওমিক্রনের বিরুদ্ধে তাদের প্রথম অস্ত্র হতে যাচ্ছে।
একইসঙ্গে মডার্না জানিয়েছে, ওমিক্রনের বিরুদ্ধে লড়তে তারা আরও একটি ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামি বছরের প্রথম দিকেই এর ট্রায়াল চালাবে তারা। ওমিক্রনের বিরুদ্ধে মডার্নার বুস্টার ডোজ কার্যকরি এই খবরের পর কোম্পানিটির শেয়ার ৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মডার্নার প্রধান মেডিকেল কর্মকর্তা পল বারটন বলেন, মডার্নার ভ্যাকসিন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী এবং এটি নিরাপদ। আমি বিশ্বাস করি, এই ভ্যাকসিন আমাদেরকে সামনের ছুটির দিনগুলো ও শীতকালে রক্ষা করবে।।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন