জিবিনিউজ 24 ডেস্ক //
বিশ্বের ১০৯ স্মার্ট শহরের তালিকায় নেই রাজধানী ঢাকার নাম। এই তালিকা তৈরিতে শহরের নাগরিকদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত তথ্যকে সূচক হিসেবে ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দ্য ইনস্টিটউট অব ম্যানেজমেন্টে ডেভেলপমেন্ট (আইএমডি) এ বিশ্বের স্মার্ট ১০৯ শহরের তালিকা প্রকাশ করে। তালিকাটি তৈরিতে সহায়তা করেছে সিঙ্গাপুরের ইউনিভার্সিটি ফর টেকনোলজি এন্ড ডিজাইন।
এতে সিঙ্গাপুর, হেলসিংকি ও জুরিখ এ তালিকাটির প্রথমদিকে রয়েছে। মুম্বাই, নয়াদিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, হো চি মিন, ওসাকা, টোকিও, সাংহাই, বেইজিং ও ব্যাংককসহ এশিয়ার কয়েকটি শহর তালিকাটিতে স্থান পেয়েছে।
তবে ইউরোপীয় দেশগুলোর অনেক শহরই এ বছর একটু পেছনে পড়ে গেছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে স্বাস্থ্য ও সুরক্ষা, গতিশীলতা, কার্যক্রম, সুযোগ এবং সরকার ব্যবস্থার মতো বিষয়গুলোতে প্রযুক্তির ব্যবহার নিয়ে এ জরিপটি চালানো হয়। বিশেষ করে করোনাভাইরাস মহামারিতে প্রযুক্তি কীভাবে ভূমিকা রেখেছে তা এ তালিকাটির অন্যতম বিষয় ছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন