এস এম ফজলুঃ
আজ ২০ ডিসেম্বর, মৌলভীবাজারের স্থানীয় শহিদ দিবস। মৌলভীবাজারবাসীর স্বজন হারানো একটি দিন। ১৯৭১ সালের এদিনে পুরো দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, ঠিক তখন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক মাইন বিস্ফেরাণে নিহত হন ২৪ জন ঘরে ফেরা বীর মুক্তিযোদ্ধা। দিবসটি উপলক্ষে আজ সোমবার (২০ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্য্যালয় মাঠে শহীদস্তম্ভে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদস্তম্ভে শ্রদ্ধা জানান- জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাগণ।এছাড়াও শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা যুবলীগ, মুক্তিযোদ্ধা্ সংসদ সন্তান কমান্ড, ছাত্র ইউনিয়ন, অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, রাজনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল কুমার চক্রবর্তী প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন