মৌলভীবাজারের কমলগঞ্জে প্রচারণা শুরু, লঙ্ঘন হচ্ছে আচরণবিধি

জিবি নিউজ 24 ডেস্ক //

আগামী ৫ জানুয়ারি ২০২২ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গত সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তাবৃন্দ চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। তবে প্রতীক নিতে আসা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যেও আচরণবিধি লঙ্ঘন হতে দেখা গেছে।

৯টি ইউনিয়নে চূড়ান্ত ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন ও সাধারণ সদস্য পদে ৩২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী এবং সদস্য ও মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। প্রতীক নিতে আসা প্রার্থীরা উপজেলা পরিষদের ভেতরেও শত শত লোকের শোডাউন করেন এবং নিজ নিজ প্রতীকে অব্যাহতভাবে স্লোগান দিতে থাকেন। নির্বাচনী আচরণবিধিতে শোডাউন করা নিষেধ থাকলেও তা নিয়ন্ত্রণে প্রশাসনের কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর সোমবার বেলা ২টা থেকে উপজেলার সবকয়টি ইউনিয়নে প্রার্থীরা মাইকযোগে প্রচারণা শুরু করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

কমলগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত লড়াইয়ে ভোটযুদ্ধে ৩৩ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ৯ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত ১জন, খেলাফত মজলিসের মনোনীত ১ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৬ জন ও স্বতন্ত্র প্রার্থী ১৬ জন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন-
১নং রহিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদার।

২নং পতনঊষার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সেলিম আহমেদ চৌধুরী, অলি আহমদ খাঁন ও খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী সামছুল ইসলাম লিয়াকত।

৩নং মুন্সীবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী রনেন্দু ভট্টাচার্য, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শফিকুর রহমান চৌধুরী, নাহিদ আহমেদ তরফদার, সালাম মিয়া ও মুকুল মিয়া।

৪নং শমশেরনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আব্দুল মালিক বাবুল, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. জুয়েল আহমেদ, আব্দুল গফুর, এবিএম আরিফুজ্জামান অপু ও এনায়েত হোসেন মুমিন।

৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি, ব্যবসায়ী নেতা মামুনুর রসিদ ও সফিকুল ইসলাম সুফি।

৬নং আলীনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফজলুল হক বাদশা, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা নিয়াজ মুর্শেদ রাজু ও সাংবাদিক শাহীন আহমেদ।

৭নং আদমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আবদাল হোসেন ও জাহাঙ্গীর মুন্না রানা।

৮ নং মাধবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আসিদ আলী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা পুষ্প কুমার কানু, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. মোহন মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুব চৌধুরী আবদাল।

৯নং ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হান্নান ও মোস্তাফা মিয়া।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন