মোঃ ফাহাদ আহমদ:
মৌলভীবাজার সদরে ১৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আ’লীগ থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে বহিস্কার করেছে উপজেলা আ’লীগ। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই উপজেলা আ’লীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভি.পি. সোয়েব সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১২টির মধ্যে ১১টি ইউনিয়নে ১৫জন চেয়ারম্যান প্রার্থী বিদ্রোহী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
ফলে মৌলভীবাজার সদর উপজেলা আ’লীগ খলিলপুর ইউনিয়নে মোঃ আশরাফ আলী খান, কামালপুর ইউনিয়নে মোঃ আলাউর রহমান, মোঃ আপ্পান আলী, মোঃ সোহেল আহমদ, আপারকাগাবলা ইউনিয়নে মোঃ ইমন মোস্তফা, মোঃ ফারুক আহমদ, আখাইলকুঁড়ায় মোঃ এমদাদুর রহমান রেণু, একাটুনায় মোঃ শাহ গিয়াস উদ্দিন, চাঁদনীঘাটে মোঃ আসলাম মিয়া, কনকপুর ইউনিয়নে মোঃ মনিরুজ্জামান, আমতৈল ইউনিয়নে শ্রী সুজিত চন্দ্র দাশ, নাজিরাবাদে সৈয়দ মোহিত আলী. মোস্তফাপুরে মোঃ তাজুল ইসলাম, গিয়াসনগর ইউনিয়নে মোঃ মোশারফ হোসেন ও মোঃ জিলা মিয়াকে বহিস্কার করেছে। বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সদর উপজেলা আ’লীগ তাদের স্থায়ী ভাবে বহিস্কারের জন্য জেলা এবং কেন্দ্রীয় আ’লীগের কাছে সুপারিশ করেছেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মৌলভীবাজার জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র দাশ সদর উপজেলার ১১ ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত না মানায় ১৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চতুর্থ ধাপে এ সব ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন