করোনায় ইতালিতে একদিনে মৃত্যু ১৫৩

জিবি নিউজ 24 ডেস্ক //

ইতালিতে ফের নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত-মৃতের সংখ্যা বেড়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১৫৩ জনের এবং আক্রান্ত ৩০ হাজার ১শ আটানব্বই।

এর আগে রোববার মৃত্যুর সংখ্যা ছিল একশ ৩৭ এবং আক্রান্ত ১৬ হাজার ২শ ১৩ জন। এমন পরিস্থিতিতে করোনা ঠেকাতে অনেক পরিবর্তন এনেছে সরকার। ৬ ডিসেম্বর থেকে গ্রিনপাস বাধ্যতামূলক করা হয়েছে। এভাবে চলবে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত।

 

এরই মধ্যে বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে চলাচল করতে গ্রিনপাস বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে বড়দিন উপলক্ষে কিছু বাড়তি নিয়ম চালু করা হয়েছে। সরকার জনগণের জীবনের সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

এদিকে সরকারি পরিসংখ্যান হিসেবে ইতালিতে প্রথম ডোজ প্রয়োগ করা হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৮৬ হাজার ৮শ ১৭ জনকে। এরই মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হয় ৪ কোটি ৬১ লাখ ৪৫ হাজার ৪শ ৩০ জনকে।

এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৮শ ২৪ জন। এ পর্যন্ত মোট ১০ কোটি ৬৮ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া প্রথম ডোজ প্রয়োগসহ ছয় মাসে মোট সুস্থ হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ছয়শ ৪১ জন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন