উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল প্লাস্টিক ব্যবসায়ী সমিতির নির্বাচন

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |

বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি নির্বাচন ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এবং মোট ভোটার সংখা ১১২৬ জন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)  রাজধানীর উর্দু রোড বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভবনে উৎসবমুখর পরিবেশে  বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি নির্বাচন ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে।  সকাল ৯ টা হতে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ হয়। মোহাম্মাদ সালাউদ্দিন, মোহাম্মাদ জাহাঙ্গীর আলম ও হাজী মোহাম্মাদ আব্দুল করিমের নেতৃতে গঠিত নির্বাচন বোর্ড সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে এই নির্বাচন সম্পন্ন করেন। মোহাম্মাদ সালাউদ্দিন নির্বাচন বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হাজী মোহাম্মাদ আসাদুজ্জামান  এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এনামুল হক ও রেজা হাসান। 

ভোটাররা জিবি নিউজকে জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা বা অনিয়্ম আমাদের নজরে আসেনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোহাম্মাদ সালাউদ্দিন জিবি নিউজকে জানান, 'ঐতিহ্যবাহী বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সমস্ত ভোটার, প্রার্থী ও এজেন্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে। আশা করি ভোট গণনাও সুষ্ঠু ও  সুন্দর হবে এবং সময় মতো আমরা রেজাল্ট দিতে পারব।'   

স্বতন্ত্র প্রার্থী হাফেজ মোহাম্মাদ হারুন অর রশিদ সিআইপি জিবি নিউজকে জানান, 'আজকে আমাদের বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি নির্বাচন হচ্ছে। আমি এই নির্বাচনে একজন প্রার্থী। এই সমিতির যতগুলো নির্বাচন হয়েছে, প্রায় সবকটি নির্বাচন করেছি এবং নির্বাচিত হয়েছি। আমি দীর্ঘ ১৫ বছর এই সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি আশা করি, আমার ভোটাররা আমাকে নিরাশ করবেন না।'

তিনি আরও জানান, 'আমি বেবসায়িদের কল্যাণে কাজ করেছি। আমি এই সেক্টরের জন্য বহু কাজ করেছি। প্লাস্টিক সেক্টরে বর্তমানে অনেক সমস্যা রয়েছে। এক্ষেত্রে সরকারেরে সাথে দেন্-দরবার করে অনেকগুলো দাবি আদায় করতে পেরেছি। আমি আবারো নির্বাচিত হলে, আমি তাদের কাছে বিগত দিনে যেমন ছিলাম, আগামিতে সেরূপ থাকব। এই সমিতির স্বার্থে যা যা করা দরকার তাই করার চেষ্টা করবো ইনশা আল্লাহ।'

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন