যেকোনো এক ফরম্যাটকে বিদায় জানাবেন সাকিব!

জিবি নিউজ 24 ডেস্ক //

বর্তমান কোয়ারেন্টাইন ও জৈব সুরক্ষা বলয়ের বাস্তবতায় তিন ফরম্যাটে একসঙ্গে খেলা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভবই মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই নতুন বছরেই হয়তো যেকোনো এক ফরম্যাটকে বিদায় জানাতে পারেন তিনি। কিন্তু সেটি যে টেস্ট ফরম্যাটই হবে, তা নিশ্চিত করেননি তিনি।

বুধবার (২২ ডিসেম্বর) দেশ ছেড়ে আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন সাকিব। এর আগে বেসরকারি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ আমি জানি, কোনটার অগ্রাধিকার দিতে হবে সেটাও জানি। এখন আসলেই এমন সময় এসেছে যে আমি টেস্ট নিয়ে চিন্তা করছি। এটাই হচ্ছে বিষয়। আমি আদৌ আর টেস্ট খেলবো কি না, খেললেও কীভাবে খেলবো।

 

তিনি বলেন, এমনকি ওয়ানডে ফরম্যাটে যেগুলো পয়েন্ট পদ্ধতির বাইরে হয় সেগুলোয় আমার অংশগ্রহণ দরকার আছে কি না... আসলে আমার কাছে আর কোনো পথ নেই। আমি বলছি না যে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবো। এমনো হতে পারে ২০২২ সালের বিশ্বকাপের পরে আমি আর টি-টোয়েন্টিই না খেলি। তখন ওয়ানডে আর টেস্ট খেললাম।

সিদ্ধান্ত যাই হোক, জানুয়ারিতে বোর্ডের পরিকল্পনা দেখেই তা জানা যাবে বলে মনে করছেন সাকিব। তবে বেছে বেছে খেলার ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিতই দিয়ে রাখলেন তিনি, একসাথে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব। আপনি যখন ৪০-৪২ দিনের মধ্যে দুইটা টেস্ট খেলেন এটা কোনোভাবেই ফলপ্রসূ হওয়ার মতো বিষয় না।

সাকিব বলেন, স্বাভাবিকভাবেই এটা অনুপ্রাণিত করে বেছে বেছে ম্যাচ খেলার জন্য। যেগুলো নিয়ে বিসিবির সঙ্গে ভালোভাবে একটা পরিকল্পনা করা জরুরি। সেই পরিকল্পনা করেই সামনে আগানো হবে বুদ্ধিমানের কাজ। এই পরিকল্পনা জানুয়ারির মধ্যে হলেই জানতে পারবো পুরো পরিকল্পনা কী হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন