জিবি নিউজ 24 ডেস্ক //
ওমরাহ থেকে ফিরে আর অভিনয়ে ফিরছেন না মাহিয়া মাহি, এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে সিনেমার শুটিংয়ে ‘ফিরছেন’ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী।
দেশে ফিরেই ১৭ ডিসেম্বর থেকে ‘কাগজের বৌ’ নামের ওয়েব ফিল্মের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিলো তার। কিন্তু হঠাৎ করেই ১৬ ডিসেম্বর রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওয়েব ফিল্মটি করছেন না বলে জানান মাহি। এরপর খবর ছড়িয়ে পড়ে ওমরাহ থেকে ফিরে অভিনয়ে ফিরছেন না মাহি। এবার জানা গেমেলা, আগামী সপ্তাহ থেকে সিনেমার শুটিংয়ে ফিরছেন তিনি।
আসছে সোমবার থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘বুবুজান’ সিনেমার শেষ লটের শুটিং করা হবে। এই লটে মাহি শুটিংয়ে অংশ নেবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি।
এই নির্মাতা বলেন, ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ের শিডিউল দিয়েছেন মাহি। তিনি শুটিংয়ে যোগ দেবেন।
নারীর প্রতি সহিংসতা রোধের অঙ্গীকার নিয়ে নির্মাণ হচ্ছে ‘বুবুজান’ চলচ্চিত্রটি। ইতোমধ্যে পর্যটন নগরী কক্সবাজার, চাঁদপুর ও পূর্বাচলে শুটিং সম্পন্ন হয়েছে।
‘বুবুজান’ সিনেমাটি নির্মিত হচ্ছে শাপলা মিডিয়ার প্রযোজনায়। সিনেমাটিতে নায়ক শান্ত খানের বোনের চরিত্রে অভিনয় করছেন মাহি। আর শান্তর বিপরীতে রয়েছেন নিশাত নাওয়ার সালওয়া।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন