বাংলাদেশ আজ গোটা বিশ্বের সামনে এক বিস্ময়ের নাম

জামাল খান || লন্ডন ||

বাংলাদেশ আজ গোটা বিশ্বের সামনে এক বিস্ময়ের নাম। যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্থান পায় বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে, সেই দলটির হাত ধরেই গত এক যুগে বিস্ময়কর গতিতে ঘুরে দাঁড়ানো, উন্নয়নের রোলমডেল হিসেবে বিশ্ব স্বীকৃতি আদায়কারী দেশটির নাম এখন বাংলাদেশ। বিজয়ের সুবর্ণজয়ন্তী মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা‌।
২১শে ডিসেম্বর, মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় আলোচনা সভায় যুক্তরাজ্য আওয়ামী-যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন.....
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন বিলেতের খ্যাতনামা শিল্পীবৃন্দ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল আহাদ চৌধুরী ,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা, টাওয়ার হেমলেটের স্পিকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, বিশেষ
অতিথির বক্তব্য রাখেন ধ‍র্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী,আরও বক্তব্য রাখেন যুক্ত রাজ‍্য যুবলীগের সহ সভাপতি যথাক্রমে আফজল হোসেন, নজমুল ইসলাম, সৈয়দ আজিজুর রহমান শামীম, সামসুজ্জামান রাহিন, মাহবুব আহমদ, শেখ নুরুল ইসলাম জিতু, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক,  রাজু মনতর,মজনু মিয়া, আলমাস খান আজাদ,যুক্ত রাজ‍্য জাসদ সহ সভাপতি কবি মুজিবুল হক মনি।
যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে
দেলওয়ার  হোসেন লিটন,ফয়জুর রহমান ফয়েজ, আব্দুর রকিব, সৈয়দ সফিউল আলম, জোবায়ের আহমদ,সারজন খান, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে বাবুল খান,দিলালআহমদ, মাহমুদ আলী,মোহাম্মদ আলী জিলু,ওলী রহমান
লন্ডন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, সৈয়দ গোলাম আলী, মামুন কবীর চৌধুরী, বংগবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলিমুজ্জান,  ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক
রুবী  হক, মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমা হক, মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী জোৎস্না জামান, মহিলা আওয়ামী লীগ নেত্রী সিউলী সরকার, লন্ডন মহানগর যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহমদ জোয়েল,লন্ডন
যুব লীগের সহ সভাপতি কামরুজ্জামান সাকলাইন, শ্রমিক লীগের  সহ সভাপতি আব্দুল বাছির, শ্রমিক লীগের সহ সভাপতি শাহ সহিদ আলী,যুক্ত রাজ‍্য যুব লীগের প্রবাস বিষয়ক
সম্পাদক দুলাল আহমদ, সহ প্রবাস বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম, জন সংযোগ সম্পাদক    নাজিম চৌধুরী, সহ প্রচার সম্পাদক এনামুল হক,
সাংগঠনিক সম্পাদক মিতা কামরান, যুক্ত রাজ‍্য যুবলীগ নেতা
খালেদ আহমদ জয়, সহসভাপতি -কামরুজ্জামান সাকলাইন
সহসভাপতি  - ছাইদুল আলম
সহসভাপতি - ছানা মিয়া
সহসভাপতি - আনয়ার হুসেন

যুগ্ম সাধারণ সম্পাদক - রিপন চৌধুরী

দফতর সম্পাদক -কাজি মিজান
প্রচার সম্পাদক - আনয়ার খান
যুব বিষয়ক সম্পাদক - আবু হেলাল
আথ সম্পাদক - জিলু মিয়া
শ্রম ও কর্মসংস্থান সম্পাদক -মনজুর আহমদ

সদস্য - জাকারিয়া সারয়ার
সদস্য - ফখর উদ্দিন
সদস্য - নুর মিয়া
সদস্য - খললুল আহমদ
সদস্য - ছৈয়দ ফয়জুল ইসলাম
সদস্য- মউ আলি
সদস্য - রাজু মিয়া শেখ রাসেল
মেমোরিয়েল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সখি খাতুন,
ওয়েষ্ট লন্ডন যুবলীগের সভাপতি
মোঃ জহির মিয়া, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাউথ
লন্ডন যুবলীগের সভাপতি লিটন চৌধুরী, নর্থ লন্ডন যুবলীগের সভাপতি জোবায়ের আহমদ মিথুন, ইষ্ট লন্ডন যুবলীগের সহ
সভাপতি নাহিদ জাগিরদার,
ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি
জাখির খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাদত হোসেন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল
কামাল জুয়েল আবুল ফয়েজ প্রচার সম্পাদক
ডিনিয়েল আহমদ দপ্তর সমপাদক
অপলু রহমান স্কুল বিষয়ক সমপাদক
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠান পরিচালনা করেন, যুক্ত রাজ‍্য যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক সায়ফুল ইসলাম মহসীন।
কল্পনা হামজার পরিচালনায়, জাতীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগিত পরিবেশন সেফালী বেগম, কল্পনা
হামজা ও নজমুল ইসলাম।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন