প্রভাস ও পূজা হেগড়ের নতুন সিনেমা ‘রাধে শ্যাম’ আসতে চলেছে

জিবি নিউজ 24 ডেস্ক //

প্রভাস ও পূজা হেগড়ের নতুন সিনেমা ‘রাধে শ্যাম’ আসতে চলেছে৷ রাধে শ্যামের প্রতিটা আপডেট জানতে চাইছেন বলিউড সিনেমার ফ্যানরা৷ এই সিনেমার ট্রেলার রিলিজের পর থেকেই তা ভাইরাল ভিডিও৷ এই ভাইরাল ভিডিও ট্রেলার দেখে একেবারে বোল্ড ফ্যানরা৷ এই রাধে শ্যাম ট্রেলারে রয়েছে ভরপুর প্রেম, রোমান্স, মিলন, বিচ্ছেদ, ও অ্যাকশন৷

নতুন বছরে ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ করবে রাধে শ্যাম৷ রাধে শ্যামের ট্রেলর একদিকে পূজা-প্রভাসের ইউনিক লাভস্টোরি এই সিনেমা৷ দারুণ অভিনেতাদের পাশাপাশি সিনেমার দুর্দান্ত লোকেশানও সকলের নজর কেড়েছে৷ দুর্দান্ত লোকেশন এবং ল্যান্ডস্কেপ এবং একসোটিক লোকেশন সকলকে ইমপ্রেস করছে৷

 

ভিডিও দেখে সকলে পূজা হেগড়ের সঙ্গে প্রভাসের সঙ্গে সিজলিং কেমিস্ট্রি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সরগরম৷ তাই আপাতত সিনেমা রিলিজের আগে রাধে শ্যাম ট্রেলার এখন ভাইরাল ভিডিও৷

এদিকে আরো্ ভাইরাল হওয়ার কারণ যে নায়ক প্রভাস তার নায়িকা পূজাকে জিজ্ঞাসা করছেন এখনো অবধি কয়টা চুমু খেয়েছেন, তাতে তার সাফ উত্তর ৯৭টি চুমু৷

ফিল্মে প্রভাস লাভার বয় বিক্রম আদিত্যের চরিত্রে অভিনয় করছেন৷ তিনি হাত দেখে ভবিষ্যত বলতে পারেন৷ তার দেখা হয় প্রেরণা অর্থাৎ পূজা হেগড়ের সঙ্গে৷ তার সঙ্গে প্রেমে পড়ে যান তিনি৷ তবে শুরুতে তিনি বুঝতে পারেননি যে এটা প্রেম , প্রথমে ফ্লার্টিং করছিলেন তিনি৷ কিন্তু শেষ অবধি তিনি সেই মেয়েকে ছাড়া বাঁচতে পারছিলেন না৷ গোটা ছবিতে তাদের অদ্ভুত প্রেমের গল্পই বয়ান করা হয়েছে৷ সিনেমায় ভাগ্যশ্রী প্রভাসের মায়ের চরিত্রে গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন৷

ফিল্মের নির্দেশক রাধা কৃষ্ণ কুমার এবং তিনি ছাড়া টি সিরিজ ফিল্মস এবং ইউভি ক্রিয়েশনের উদ্যোগে তৈরি হয়েছে৷ রাধে শ্যাম একটি বিগ বাজেট ফিল্ম৷ ৩৫০ কোটি টাকার সিনেমা এটি৷ ফিল্ম দ্বিভাষিক৷ একইসঙ্গে হিন্দি ও তেলেগুতে রিলিজ হবে রাধে শ্যাম৷

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন