কক্সবাজারে ধর্ষণের ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের ব্যবস্থা নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

কক্সবাজারে স্বামী ও সন্তানকে জিম্মি করে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের যে অভিযোগ উঠেছে, সেটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের একটি মর্মান্তিক অপরাধ হয়েছে। এটি দুঃখ পাওয়ার মতো বড় ঘটনা। এই অপরাধের যেন সুষ্ঠু এবং দ্রুত বিচার হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপিপন্থী ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান। তাদের বক্তব্যের কোনো আইনি ভিত্তি আছে কি না, তা আমি ব্যাপকভাবে খতিয়ে দেখেছি। আমি আমার আইনি ব্যাখ্যায় যা বলেছি তা সঠিক এবং আমি সেই হিসেবে সিদ্ধান্ত নিয়েছি। আপনারা কয়েক দিনের মধ্যে এই বিষয়ে আমার সিদ্ধান্ত জানতে পারবেন। এ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন