বই বিতরণ বছরের প্রথম দিন থেকেই শুরু হবে: শিক্ষামন্ত্রী

জিবি নিউজ 24 ডেস্ক //

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনেই গতবছরের মতো এবারও বই উৎসব হচ্ছে না। তবে এবার বছরের প্রথম দিন থেকেই প্রত্যেকটি বিদ্যালয় তাদের সিডিউল অনুযায়ী বই বিতরণ শুরু করবে। বিদ্যালয়গুলো নির্ধারণ করবে, কবে কোনদিন কোন ক্লাসের বই দেওয়া হবে।

শনিবার (২৫ ডিসেম্বর) চাঁদপুর শহরের নিজ বাসায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

শিক্ষামন্ত্রী জানান, বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের মতোই ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিনি বলেন, আশা করি এবার ভুল কম থাকবে বা থাকবেই না। এরপরও হয়ত থাকতে পারে। প্রিন্টিংয়ে অনেক সময় ভুল হয়। যদি কোথাও কোনো ভুল-ভ্রান্তি থাকে, আমরা সেগুলো শুধরে নেব।

ডা. দীপু মনি বলেন, এখনও করোনার যে অবস্থা বা ওমিক্রনের আশঙ্কা আছে। এছাড়া শীতকালে করোনা সংক্রমণ বাড়ে। আমাদের দেশে কিন্তু দেখছি, প্রতি বছর মার্চে সংক্রমণ বাড়ে। কাজেই মার্চ আসার আগে কিছু বলতে পারছি না। মার্চ এলে সংক্রমণের অবস্থা দেখে আমরা ক্লাস সংখ্যা বাড়িয়ে দেওয়া এবং তার সঙ্গে রেমিডিয়াল ক্লাসেস করানো- এ ধরনের নানা পরিকল্পনা আমাদের আছে। আমরা সব তথ্য নিয়েছি, সেগুলো বিশ্লেষণ হচ্ছে। কোথায় কতটুকু আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে আছে, সেগুলো দেখছি এবং এরপরই সে অনুযায়ী আমরা নতুন বছরে পদক্ষেপ নেব। তবে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন