জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারে শায়খুল ইসলাম আল্লাম আহমদ শফি (র.) এর রুহের মাগফিরাত কামনা ও শায়খুল হাদীস আল্লামা খলীলুর রহমান বর্ণভী দা.বা. এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টার খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন বাংলাদেশ কওমি মদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সহ সভাপতি মৌলভীবাজার জেলা ওলামা পরিষদের সভাপতি শায়খুল হাদীস আল্লা আব্দুল বারী ধর্মপুরী।
এর আগে জেলা শাখার উদ্যোগে জেলার নির্ধারীত কর্মিদের নিয়ে 'তরবিয়তি মজলিস' অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী।
মৌলভীবাজার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আহমদ বিলালের সভাপতিত্বে সহসাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় খেলাফত মজলিসের সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় সহ প্রশিক্ষন সম্পাদক অধ্যাপক আব্দুস সবুর, জেলা সহ সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মাওলানা জাফর আহমদ, কাজী এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন