মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে নৌকা প্রার্থী মো. আখতার উদ্দিন বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মো. মিজানুর রহমান (স্বতন্ত্র), মো. আসলাম মিয়া (স্বতন্ত্র), কামাল আহমদ বেলাল (স্বতন্ত্র), তাহেরুল ইসলাম (স্বতন্ত্র), মো. ছাদিকুর রহমান (স্বতন্ত্র), আক্তার উদ্দিন (আওয়ামীলীগ), রাজু আহমেদ (স্বতন্ত্র)।
আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। শীত উপেক্ষা করে দলে দলে নারী-পুরুষেরা ছুটেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। উৎসবে পরিণত হয় এই ইউপি নির্বাচন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন