জিবি নিউজ 24 ডেস্ক //
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের পর্দা কাঁপানো নায়ক ও প্রযোজক-পরিচালক সোহেল রানা করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার রাতে সোহেল রানার ভাই নায়ক মাসুম পারভেজ রুবেল এ তথ্য নিশ্চিত করে জানান, সোহেল রানা ৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নায়ক রুবেল বলেন, ‘ভাইয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।’
মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সোহেল রানা। সিনেমাটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন