সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
শততম বর্ষ পূর্ণ করলো ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত বাংলাদেশের প্রথম ও সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ। পা রাখলো ১০১তম বর্ষে। সেই সাথে দেশের সর্বপ্রাচীন, ঐতিহ্যবাহী ও প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ও শতবর্ষে পদার্পণ করেছে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের পথচলা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই এই বিভাগ শিক্ষাক্ষেত্রে যেমনি আশার আলো দেখিয়েছিল, ঠিক তেমনি শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শতবর্ষপূর্তি ও বিজয়ের ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২৯ ডিসেম্বর) ‘১৯২১ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের পথ চলা’ উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগ। দিবসটি উদযাপন উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শতবর্ষপূর্তি'র শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. মো: রেজাউল করিম, প্রফেসর ড.গোলাম রব্বানি, প্রফেসর ড. জিনাত আরা সিরাজি, প্রফেসর ড. মো. ইস্রাফিল, প্রফেসর ড. মো. মাহমুদুল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উর্দু বিভাগের চেয়ারম্যান ড. মো: রেজাউল করিম ও প্রফেসর ড.গোলাম রাব্বাণী আনন্দ র্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে শুরু হয়ে ভিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্য সহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলা প্রাঙ্গণে শেষ হয় আনন্দ র্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
এর আগে,অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ উর্দু বিভাগের শতবর্ষপূর্তি ও বিজয়ের ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি কেক কাটেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন