লন্ডন ক্রিকেট লীগের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লন্ডনের বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন  ক্রিকেট লীগ (এল সি এল ) এর  সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত ২৮ নভেম্বর পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের একটি অভিজাত ভেনুতে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান আবু সুফিয়ান ঝিলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন এলসিএল এর সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা।


সভায়  অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সংগঠনের  প্রেস ও মিডিয়া সেক্রেটারি সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু, আম্পায়ার সেক্রেটারি এ রহমান স্বপন ও আইটি সেক্রেটারি তাহসিন আর রহমান।


অনুষ্ঠানে গত বছরের  কার্যক্রমের বিবরণ উপস্থাপন করেন  সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা,আগামী বছরের বিভিন্ন টুর্নামেন্ট ,অ্যাওয়ার্ড সিরিমনি ও অন্যান্য অনুষ্ঠানের সময়সূচি ও নিয়ম কানুন ঘোষণা করেন চেয়ারম্যান আবু সুফিয়ান ঝিলাম এবং আর্থিক বিবরণ উপস্থাপন করেন কোষাধ্যক্ষ একরামুল হক ।

 

 সাধারণ সভায় বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাকিব (ব্রাদার্স ইউনাইটেড সিসি ) আদনান (রয়েল টাইগারস এস সি) রাকিব হোসাইন , ফাহাদ আলী , মোস্তাফিজুর (ভিক্টোরিয়া পার্ক সিসি ) মুহিবুল আলম, ঈসা জাকির (লন্ডন স্পোর্টিফ ) সানি (নিউহ্যাম স্পোর্টস ক্লাব ) সাখাওয়াত ,তানিন ( লন্ডন ফাইটার্স সিসি ) আহমেদ রাব্বি( লন্ডন ঈগলস) শামীম আহমেদ (ইউনাইটেড এসসি ) হালিম হোসাইন ,অভি হাসান (নিউহ্যাম গ্ল্যাডিয়েটর্স ) শাওন (লন্ডন স্টার্স সিসি ) ওয়াহিদুর রহমান (লন্ডন হিরোস )জুবায়ের (লন্ডন লায়ন্স ) 


 এ ছাড়াও সভায় ক্লাব  কর্মকর্তারা  লন্ডন ক্রিকেট লীগ  আয়োজিত বছরব্যাপী  বিভিন্ন টুর্নামেন্টের  উন্নয়নে পরামর্শ দেন।  পরে  আবু সুফিয়ান ঝিলাম উপস্থিত সকলের নানা প্রশ্নের জবাব অতিথি আপ্যায়ন ও মাস্ক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন