বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট শুরু ভোর ৪টায়

জিবি নিউজ 24 ডেস্ক //

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপাজয়ী নিউজিল্যান্ডের দ্বিতীয় চক্রে ঘরের মাটিতে প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে চ্যাম্পিয়নদের বিপক্ষে নতুন বছরের প্রথমদিনে শনিবার (১ ডিসেম্বর) শুরু হওয়া টেস্টে আশা নিয়ে নামবেন মুমিনুল হকরা।

বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়ে যাবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের দুইটি বেসরকারি টিভি চ্যানেল জি টিভি (গাজী টিভি) ও টি স্পোর্টস।

 

নিউজিল্যান্ডে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়। তবে ব্যক্তিগত পারফরমেন্সকে মানদণ্ড ধরলে আশাবাদী হওয়ার খোড়াক আছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২০১৭ সালে ডাবল সেঞ্চুরি হাকিয়েছিলেন সাকিব আল হাসান। একই ইনিংসে দেড়শ রানের ইনিংস আছে মুশফিকুর রহিমের।

সাকিব-মুশফিক জুটির আছে ৩৫৯ রানের রেকর্ড পার্টনারশিপ। যা টেস্টে যে কোনো উইকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি। এবার সাকিব নেই। এক নম্বর ওপেনার তামিমও নেই। ফর্মটা ভালো যাচ্ছে না অধিনায়ক মুমিনুল হকেরও। দেখা যাক লিটন দাস, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী রাব্বিদের মতো একঝাঁক তরুণদের নিয়ে কী করেন মুশফিক?

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন