জিবি নিউজ ।।
সৃজনশীল সাংবাদিকতায় প্রতিটি সাংবাদিক -ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তেমনি একজন সময়ের সাহসী তরুণ সাংবাদিক এম,এ রুমান আহমদ।
এম,এ রুমান আহমদ বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা সভাপতি।দৈনিক মানব সমাজের সম্পাদক ও প্রকাশক।
তাছাড়া কাজ করে যাচ্ছেন দেশের সুনামধন্য জাতীয় প্রত্রিকা দেশের কণ্ঠ জেলা প্রতিনিধি হিসেবে।
যেখানে অন্যায় অত্যাচার,অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক,সাহসী এই সাংবাদিকদের পদচারণা।
এম,এ রুমান আহমদ নম্র,ভদ্র,বাচন ভঙ্গি,শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুনাবলী,প্রাণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট হল তাঁর সৃজনশীলতা। প্রকাশভঙ্গী,নম্র ও কোমল আচরণের জন্য তিনি সকলের কাছে সমান সমাদৃত।
সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক। অল্প বয়সে এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন 'ইতিবাচক থাকা'কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন এম,এ রুমান আহমদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন