নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় চিঠিতে যা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী

জিবি নিউজ 24 ডেস্ক //

র‍্যাব ও সংস্থাটির ছয়জন কর্মকর্তার ওপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

চিঠিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সংস্থার সাবেক-বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি। গত ৩১ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রীর লেখা চিঠিটি দূতাবাসের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের অভিজ্ঞতা অনেক পুরাতন। বাংলাদেশের জন্মই হয়েছে গণতন্ত্র আর মানবাধিকারের জন্য। এগুলো আমাদের রাষ্ট্রের মূল ভিত্তি।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগে ব্লিঙ্কেনের সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। তখন যে কথা হয়েছিল, সেগুলোই চিঠিতে লিখেছি। তিনি (ব্লিঙ্কেন) আমাদের দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে তার (যুক্তরাষ্ট্র) সরকারের উদ্বেগের কথা জানিয়েছিলেন।’

এই উদ্বেগের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন চিঠিতে লিখেছেন, ‘আমাদের এখানে গণতন্ত্র চর্চা আজকের না। যখন আমেরিকা আবিস্কৃত হয়নি, সেই ছয় শতকেও এই অঞ্চলে গণতন্ত্র ছিল।’

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘র‌্যাবের প্রতি যুক্তরাষ্ট্রের যে অভিযোগ, তা অমূলক। বাংলাদেশে দশ বছরে ৬শ জন নিখোঁজের অভিযোগ তোলা হলেও আমেরিকাতে প্রতি বছর লক্ষাধিক মানুষ নিখোঁজ হচ্ছে এবং পুলিশি কারণে হাজানো মানুষ মারা যাচ্ছে। এসব নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। তাদের গুলোকে বলা হয় লাইন অব ডিউটি। অথচ আমাদের এখানকার সামান্য কিছু ঘটনা নিয়ে অনেক কথা হয়। বলা হয় এক্সট্রা জুডিসিয়াল কিলিং। এসব হাসির খোরাক। ফলে আমার মনে হয়, তাদের নিষেধাজ্ঞা সঠিক হয়নি। এটি পুনর্বিবেচনার সুযোগ আছে। চিঠিতে একথাই লিখেছি।’

র‌্যাব দেশে মাদক, সন্ত্রাসরোধে সফলতা দেখিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চিঠিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বাংলাদেশ সরকারের উদ্যোগ ও কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৫০ বছরের সম্পর্ক। সবকিছুর আলোকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠির জবাব এখনও আসেনি জানিয়ে তিনি বলেন, তারা তো এখন ক্রিসমাসের ছুটিতে আছেন। চিঠি এখনও তার হাতে পৌঁছেছে কি-না, তাও জানি না।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন