গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

জিবি নিউজ 24 ডেস্ক //

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার রাতে এ হামলা চালানো হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গাজা থেকে দুটি রকেট ছোড়া হয়েছিল; যা ভূমধ্যসাগরে তেল আবিবের উপকূলে গিয়ে পড়ে। এরই জবাবে গাজার শুধু হামাসের স্থাপনায় হামলা চালিয়েছি আমরা। এর মধ্যে একটি হামাসের রকেট উৎপাদনের সাইট এবং তাদের সামরিক স্থাপনা ছিল।

 

ফিলিস্তিনের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ওই বিমান হামলা চালায়। একই সময় উত্তর গাজায় হামাসের একটি পর্যবেক্ষণ ঘাঁটিতে কামানের গোলা ছোড়া হয়। এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২০০৭ সালে গাজার শাসনক্ষমতায় আসে হামাস। এরপর থেকে এ উপত্যকায় অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত বছরের মে মাসে দুপক্ষের মধ্যে টানা ১১ দিন যুদ্ধ চলে। এতে ফিলিস্তিনে আড়াই শতাধিক ও ইসরায়েলে ১২ জনের মতো প্রাণ হারায়। ওই সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনো মাঝেমধ্যেই দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন