জিবি নিউজ 24 ডেস্ক //
ভারতের পশ্চিমবঙ্গে বেড়ে গেছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের সব স্কুল-কলেজ রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে নানা বিধিনিষেধ। খবর আনন্দবাজারের।
রোববার (২ জানুয়ারি) বিকালে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ঘোষণা দেন তিনি।
তিনি বলে বলেন, সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া আগামীকাল থেকে বন্ধ হচ্ছে রাজ্যের সব স্কুল-কলেজ। সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা দিবে। সুইমিং পুল, পার্ক, সেলুন বন্ধ থাকবে। শপিংমল খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।
সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো এবং লোকাল ট্রেন। বিয়েসহ সমস্ত রকম সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোক থাকতে পারবে না বলেও জানানো হয়।
এর আগে রাজ্যে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার থেকে কিছু কিছু বিধিনিষেধ ঘোষণা করা হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন