জিবি নিউজ 24 ডেস্ক //
আগামী এক-দুই দিন সারাদেশে আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। এরপরই শুরু হতে পারে শৈত্যপ্রবাহ, সঙ্গে থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
রোববার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার রাজধানী ঢাকার তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অপরিবর্তিত থাকবে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে এসেছে। তবে রাতে কমার সম্ভাবনা খুবই কম। এক-দুই দিন এভাবে চলবে। এরপর বৃষ্টি ও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। আগামী চার-পাঁচ তারিখের দিকে বৃষ্টি ও শৈত্যপ্রবাহ আসতে পারে। এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিন স্থায়ী হবে।
তিনি আরও বলেন, উপমহাদেশীয় উচ্চ তাপবলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন