দেশে এসেছে ফাইজারের আরও ২৪ লাখ ৯১ হাজার টিকা

জিবি নিউজ 24 ডেস্ক //

টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে আরও প্রায় ২৪ লাখ ৯১ হাজার ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রবিবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের দেওয়া ২৪ লাখ ৯১ হাজার ৭৮০ ডোজ ফাইজারের এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি আরও ৪৬ লাখ ডোজ ফাইজার টিকার পরবর্তী চালান চলে দেশে আসার কথা আছে।

এছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের অব্যাহত প্রচেষ্টায় শিগগির বাংলাদেশে আসছে আরও প্রায় ২৫ লাখ ডোজ ফাইজার টিকা।

এর আগে কোভ্যাক্সের আওতায় মডার্নার ৫৫ লাখ ও ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ভারত টিকা রফতানি বন্ধ করে দেওয়ার পর, এই টিকা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন