শেরপুর নতুনবস্তিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৩

জিবি নিউজ ।।
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নতুনবস্তিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হয়েছেন। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, নতুন বস্তি এলাকার ময়না মিয়ার ছেলে জুবায়ের মিয়া (৮) এর সাথে বাড়ির পাশে খেলা করছিল ওয়াহিদ মিয়ার ছেলে আবু সুফিয়ান (১১)। এতে খেলাকে নিয়ে উভয় শিশুর মধ্যে মারামরি হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতÐা হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের প্রায় ১৩জন আহত হয়।  

আহতরা হলেন- মকবুল মিয়া (৬০), রুজিনা বেগম (২৫), মিলাদ মিয়া (৮), জাকারিয়া মিয়া (২৪), হানিফ মিয়া (২৩), জাহাঙ্গীর মিয়া (২৮), ওয়াহিদ মিয়া (৪৩), লাল উদ্দিন (৩২), শাহানা বেগম (৩৫), আফরিতা বেগম (২৬), মিজান মিয়া (৩৩), সেবিনা বেগম (২৫), জাহিরুল বেগম (৫০)। তাৎক্ষণিক আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুজিনা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এব্যাপারে মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম মোবাইল ফোনে জানান, পুলিশ দু’পক্ষের সংঘর্ষের খবর জানতে পেরেছে। এবিষয়ে এখনও কোনো মামলা করা হয়নি। তবে পক্ষ আইনি প্রক্রিয়া গ্রহণ করলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।   
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন