কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, বিচারিক অনুসন্ধান চেয়ে রিট

জিবি নিউজ 24 ডেস্ক //

কক্সবাজারে স্বামী ও সন্তানকে আটকে রেখে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের বিচারিক অনুসন্ধান চেয়ে হাই কোর্টে রিট করেছেন এক আইনজীবী।

সোমবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ‘জনস্বার্থে’ এই রিট করেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল।

 

রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, কক্সবাজারে র‌্যাবের কমান্ডিং অফিসার, জেলা প্রশাসক ও টুরিস্ট পুলিশের সুপার এবং টুরিস্ট পুলিশের ডিআইজিকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী রাসেল বলেন, কক্সবাজারের ঘটনা পুলিশ তদন্ত করছে। কিন্তু আইনশৃঙ্খলাবাহিনীগুলোর তরফ থেকে নানা ধরনের বক্তব্য এসেছে, যা অনেকক্ষেত্রে পরস্পরবিরোধী। বিচারিক অনুন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য রুল চেয়ে আমি জনস্বার্থে রিট আবেদনটি করেছি। চলতি সপ্তাহেই রিট আবেদনের উপর শুনানি হতে পারে।

২৫ বছর বয়সী ওই নারীর অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে তাকে তুলে নেয়। তার স্বামী-সন্তানকে জিম্মি করে এবং হত্যার হুমকি দিয়ে তাকে ‘কয়েক দফা ধর্ষণ করে’ তিনজন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন