জিবি নিউজ 24 ডেস্ক //
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) থেকে এ মেলা শুরু হবে, চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।
দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে এ মেলায়।
এ মেলায় স্যামসঙে থাকছে মেগা প্যাভিলিয়ন (আয়োজনে এক্সেল টেলিকম) এবং দর্শকরা এতে প্রবেশ করতে পারবেন বিনামূল্যে। মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড় এবং সাধারণ দর্শকদের জন্য রয়েছে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় ও আকর্ষণীয় পুরস্কার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন