মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে বিমানের টিকেটের দাম কমলো

জিবি নিউজ 24 ডেস্ক //

মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের ফ্লাইটে টিকেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই ও আবুধাবিগামী ফ্লাইটের টিকেটের নতুন দাম কার্যকর হবে ১৬ জানুয়ারি থেকে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, আগামী ১৬ জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই ও আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে নতুন টিকেট কেনার ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে। তবে বরাবরের মতো ভাড়ার নিম্নস্তর চালু থাকবে।

বিমানের এই উপমহাব্যবস্থাপক জানান , ঢাকা-জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকেটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২ হাজার ৪৫৫ টাকা। এই ভাড়া কমিয়ে ট্যাক্সসহ ৬৪ হাজার ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঢাকা-রিয়াদ/দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০ হাজার ৭৫৮ টাকা। এটি কমিয়ে ট্যাক্সসহ ৬৩ হাজার ১২৩ টাকা করা হয়েছে।

এছাড়া ঢাকা-দুবাই রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫ হাজার ৫০৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬২ হাজার ৭৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-আবুধাবী রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮ হাজার ৫৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি টিকেটের সঙ্গে ৭ হাজার ৬৪৪ থেকে ৯ হাজার ৬৮০ টাকা পর্যন্ত নির্ধারিত ট্যাক্স রয়েছে। যাত্রীরা বিমানের যেকোনো সেলস অফিস বা বিমানের বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টার থেকে টিকিট কিনতে পারবেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন