জিবি নিউজ 24 ডেস্ক //
বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হলো। তবে অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেন ঢালিউড অভিনেত্রী।
বুধবার (৫ জানুয়ারি) ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করা হয় ১ ফেব্রুয়ারি।
পরীমনি ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
এদিন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউর আব্দুল্লাহ আবু পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। অপরদিকে পরীমনির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভী মামলার দায় হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এছাড়া পরীমনিসহ তিনজনের জামিন চেয়ে আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পরীমনিসহ তিনজনের জামিন মঞ্জুর করেন। অপরদিকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের সময় পরীমনিকে বিচারক প্রশ্ন করেন, আপনার বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ গঠন করা হচ্ছে। আপনি দোষী না নির্দোষ? এসময় পরীমনি বললেন, আমি নির্দোষ।
এরপর বিচারক পরীমনিকে প্রশ্ন করেন, আপনার গাড়ি দিয়ে মাদক সরবরাহ করা হয়েছে, এতে আপনার বক্তব্য কি। পরীমনি বললেন, এটা সম্পূর্ণ মিথ্যা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন