জিবি নিউজ 24 ডেস্ক //
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনীত ৪ জনের নাম আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ২০২২ সালের ২৪ জানুয়ারি ভোটাভুটির পর একজনের হাতে উঠবে সেরার পুরস্কার।
মনোনীত ৪ জন হলেন- বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকার ব্যাটার জান্নেমান মালান ও আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং।
জানা গেছে, আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হবে বর্ষসেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকাররা। আগামী ২৪ জানুয়ারি ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
সমর্থকরা তাদের পছন্দের ক্রিকেটারকে ভোট দিতে পারবেন। ভোট দিতে হলে নাম ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরই ভোট দেওয়া যাবে।
ভোট দিতে এখানে ক্লিক করুন: সাকিবকে বর্ষসেরা বানাতে যেভাবে ভোট দেবেন
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন