জিবি নিউজ 24 ডেস্ক //
রাজধানীর গুলশান থানায় মাদক আইনে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলায় অভিযোগপত্র চার্জশিট দাখিল করেছে সিআইডি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোসাম্মৎ সাজেদা লতা বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ চার্জশিট জমা দেন। আগামী ৩১ জানুয়ারি এটি আদালতে উপস্থাপন করা হবে।
এর আগে গত ২০ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের বিরুদ্ধে পল্লবী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল করে সিআইডি।
গত বছরের ২৯ জুলাই রাজধানীর গুলশান-২ থেকে অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, ১৯টি চেক বই ও বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। পরে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ হেলেনার বিরুদ্ধে মোট চারটি মামলা করা হয়।
এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার। জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন হেলেনা নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দিতেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেও ছিলেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন