জিবি নিউজ 24 ডেস্ক //
কাজাখস্তানে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এরই মধ্য এশিয়ার দেশটিমধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৪ জন। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে অন্তত ৩০০০ বিক্ষোভকারী।
শুক্রবার (৭ জানুয়ারি) এক সরকারি আদেশে বলা হয়, গুলি চালানোর আগে সতর্ক করার কোনো প্রয়োজন নেই সেনা সদস্যদের। জানা গেছে, কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও তা পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীদের দমাতে মিছিলে গুলিও চালিয়েছে নিরাপত্তা বাহিনী কিন্তু তাতেও রাজপথ ছাড়তে নারাজ তারা। আন্দোলনকারীদের প্রেসিডেন্টের পদত্যাগ চায়।
কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ সরকারি ওই আদেশে আরও বলেন, বিক্ষোভ নিয়ন্ত্রণ করছে এখন বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হাতে।
আগেই চলমান বিক্ষোভের পরিস্থিতি বেগতিক দেখে দেশটির মন্ত্রিসভা বিলোপ করেন প্রেসিডেন্ট তোকায়েভ। এছাড়া এই পরিস্থিতি সামাল দিতে না পেরে রাশিয়ার সহায়তা চেয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ।
তিন দশক আগে স্বাধীনতা অর্জন করে কাজাখস্তান। স্বাধীনতা পাওয়ার পর দেশটিতে সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট তোকায়েভ স্বাধীন কাজাখস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন