বাংলাদেশ এখন বিদেশি সাহায্য নেয়ার দেশ নয়: নৌ প্রতিমন্ত্রী

জিবি নিউজ 24 ডেস্ক //

বাংলাদেশ এখন আর বিদেশি সাহায্য নেয়ার দেশ নয়, বাংলাদেশ এখন সাহায‍্য দেয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগ থানার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রীলংকাকে সাহায‍্য দিয়েছে। সুদানকে অর্থ মঞ্জুরি দিয়েছে। ১৬ কোটি মানুষের দেশ এখন খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ। উন্নয়নের ফলে গত ১২ বছরে সমগ্র দেশের চেহারা পাল্টে গেছে। আগে এক কিলোমিটার রাস্তা তৈরির জন‍্য বিদেশিদের কাছে ধরনা দিতে হতো। এখন ৬ কিলোমিটারের পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে করেছি।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্তমানবতার সেবায় কাজ করছেন। তিনি বাংলাদেশের মানুষের জন্য আলোর পথের দিশারি। প্রধানমন্ত্রী বাংলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

‌‌‌`বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি থামিয়ে দেওয়ার জন‍্য অনেক গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক‍্যবদ্ধ থাকতে হবে।'- যোগ করেন খালিদ মাহমুদ চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন