সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার (৮ জানুয়ারি) বেলা ৩ টায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথমনারী শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডা: নুজহাত চৌধুরী।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক সম্পাদক এরফান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, উপ স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক সম্পাদক ডা: জেরিন শিকদার, উপ স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক মোহাম্মাদ শাহজালাল, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম ফুয়াদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মজনু মিয়া ও সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ ঘোষ ও সাধারণ আল আসিফ দিহান খান, বেসরকারি চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করে শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি বলেন,'এই ভার্চুয়াল ব্লাড ব্যাংক নিশ্চয়ই সফল হবে। আমার অনেক ভাল লাগছে যে কাজটি আমরা করতে চেয়েছিলাম ছাত্রলীগ সেটা করে দেখিয়েছে।'
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের যে ইতিহাস সেই ইতিহাসের অংশ হিসেবে গত বছর ৪ জানুয়ারি আমাদের একমাত্র অভিভাবক প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এই ভার্চুয়াল ব্লাড ব্যাংকের মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে রক্ত দান করেছে, দেশের অসুস্থ রোগী্রা জরুরি প্রয়োজনে উপকৃত হয়েছোয়েছভার্চুয়াল ব্লাড ব্যাংক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরো একধাপ এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শিত পথে ছাত্রলীগের নেতাকর্মীরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সেই ধারাবাহিকতায় ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াবে, রক্ত দান করে মানুষের জীবন বাঁচাবে। ছাত্রলীগ গরিব ও অসহায় মানুষের জীবন বাঁচাতে আজ ৫৩৩ টি ব্যাগ রক্তদান করে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।’
তিনি আরও বলেন, 'আর্তমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে ছাত্রলীগ। দেশের যেকোনো পরিস্থিতিতে এ সংগঠনের নেতা-কর্মীরা গরিব ও অসহায় রোগীদের জন্য নিজের শরীরের রক্ত দান করে আসছে। ছাত্রলীগের এ মহতী উদ্যোগে দেশ ও জাতি উপকৃত হচ্ছে।'
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল দুর্যোগ-ক্রান্তিলগ্নে, আর্তমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে। ভার্চুয়াল ব্লাড ব্যাংক কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের ব্লাড ডোনেশনের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হচ্ছে। দেশের যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আর্তমানবতার সেবায় নিজের শরীরের রক্ত দান করে আসছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গৌরবান্বিত ইতিহাসের অংশ হিসেবে জরুরি প্রয়োজনে অসহায় মানুষের জন্য স্বেচ্ছায় রক্তদান করছে। জাতির পিতার আদর্শের ধারক-বাহক হয়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বছরেই শুধু নয়, সব সময় এ ধরনের কর্মসূচি আমরা পালন করে থাকি। ছাত্রলীগের এ ধারা অব্যাহত থাকবে।’
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেক ডোনারকে একটি করে ক্রেস্ট ও আইডি কার্ড প্রদান করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন