সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
বাল্যবিবাহ প্রতিরোধে একশ' ঝরে পড়া সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থী পেলো স্বপ্নবাজ ফাউন্ডেশনের নগদ সহায়তা ও শিক্ষা উপকরণ।
আজ রবিবাব (৯ই জানুয়ারী) কামরাঙ্গীরচর থানার মুন্সী হাটি রেইনবো স্কুল অডিটরিয়ামে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ ফাউন্ডেশন ও রেইনবো স্কুলের যৌথ উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে একশ' ঝরে পড়া সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ,স্কুল ব্যাগ, জুতাসহ বিভিন্ন রকম শিক্ষা উপকরন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক, ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নুরে আলম চৌধুরি, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মাদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সাইদুল ইসলাম মাতবর, সংরক্ষিত ৫৫,৫৬,৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেফালী আক্তার শেফু, কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, লাইফ এন্ড কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম এইচ উসমানী, রেইনবো স্কুলের প্রধান শিক্ষক মো. আবু আউয়াল ফোরকান ও বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবিকা ও চিকিৎসক ডা. ফারজানা নীলা রহমান এবং সংগঠনের সঞ্চালনা করেন সাধারন সম্পাদক রাফীন সাদ বোরহান ।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তবে নিশাত রহমান মিথুন বলেন, 'তোমরা স্বপ্ন দেখো এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য যে পরিশ্রম দরকার সেটা কর। তোমাদের স্বার্থেই স্বপ্নবাজ ফাউন্ডেশন কাজ করছে৷ আমি আশা করছি স্বপ্নবাজ ফাউন্ডেশন আজ একশ জনের শিক্ষার ব্যবস্থা করেছে আগামী বছর এক হাজার জনের জন্য করবে৷'
তিনি আরও বলেন, ' আমার কাছে অনেক ছেলে আসে তাদের নিজের স্বার্থ নিয়ে অথচ স্বপ্নবাজ ফাউন্ডেশনের রাফীন ছেলেটি এসেছে তোমাদের স্বার্থ নিয়ে। যাই হোক,তোমাদের ১৮ বছর বয়সের আগে বিয়ে নয়, কেউ বিয়ে দিতে চাইলে আমাদের ফোন করবে। আমরা বাল্য বিবাহ বন্ধ করে দিব।'
কাউন্সিলর মানিক বলেন, স্বপ্ন বাস্তবায়ন করবে স্বপ্নবাজ এটাই বাস্তবতা। আপনারা জানেন আজকের শিশুই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আজকে স্বপ্নবাজ একশ শিশুর শিক্ষার দায়িত্ব নিয়ে তাদের জীবন গড়ার দায়িত্ব নিয়েছে। যারা শিক্ষা থেকে দূরে সরে যাবে স্বপ্নবাজ তাদেরই শিক্ষার দায়িত্ব নিবে। স্বপ্নবাজ এর আগেও মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কাজ করেছে। শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্ন বাস্তবায়নেও কাজ করবে স্বপ্নবাজ ফাউন্ডেশন।
ডা. ফারজানা ইয়াসমিন নীলা বলেন, 'আজ স্বপ্নবাজ ফাউন্ডেশনের স্বপ্ন সত্যি হতে দেখে খুব আনন্দ হচ্ছে। আমাদের এই কাজ একদিনে হয়নি। প্রতিটি সদস্য আস্তে আস্তে এগিয়ে সবাই একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করেছে। স্বপ্নবাজ ফাউন্ডেশন আগামীতে আরো ভালো উদ্যোগ নিয়ে সামনে আসবে।'
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন