জিবি নিউজ 24 ডেস্ক //
চলচ্চিত্রে নয়, বাস্তব জীবনেই মা হতে চলেছেন পরীমনি। সময়ের আলোচিত এ নায়িকা নিজেই গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। পরীমনি আরও জানান, তার অনাগত সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘গুণীন’ শুটিংয়ে অংশ নেওয়ার সময় তারা প্রেমে পড়েন বলে জানান পরীমনি। পরে গোপনে দুজনে বিয়ের কাজটিও সেরে নেন।
এদিকে সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নায়িকা পরীমনির স্বামী অভিনেতা শরিফুল রাজ স্ত্রীর একটি ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী’। ছবিতে দেখা যায় হাসপাতালের বাইরে হুইলচেয়ারে বসে আছেন পরীমনি, হাতে একটি ফুল। পেছনে দাঁড়িয়ে রাজ।
পরীমনি জানান, কয়েকদিন ধরে তিনি নিজের শরীরে কিছু পরিবর্তন বুঝতে পারছিলেন। সোমবার দুপুরে চিকিৎসকের কাছে গেলে নিশ্চিত হন, তিনি মা হতে চলেছেন। এরপর রাজ-পরী একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে শরিফুল রাজ বলেন, গত বছরের ১৭ অক্টোবর আমরা নিজেরা বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি।
তিনি বলেন, পরী আমার সন্তানের মা হচ্ছে। সে মা হওয়ার পর বড় করে বিয়ের আয়োজন করব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন