জিবি নিউজ 24 ডেস্ক //
ভারতের মুম্বাই বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীবাহী বিমানের ৮৫ যাত্রী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। সে সময় ৮৫ জন যাত্রীসহ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৬৪৭ মুম্বাই থেকে জামনগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিমানটিকে যখন পেছনে ঠেলে দেওয়া হচ্ছিল। সে সময়েই আচমকা আগুন ধরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগলেও খুব অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে। আগুন লাগার ঘটনায় বিমানটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরাও সুরক্ষিত আছেন। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এ দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
মুম্বাই এয়ারপোর্ট থেকে জামনগরগামী ওই বিমানটি পূর্বনির্ধারিত সময়ের ২০ মিনিট পড়ে রওনা দেয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন