গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালঞ্জে টুঙ্গিপাড়া থেকে ১৬ পিস ইয়াবাসহ জিন্নাত শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গতকাল সোমবার (১০জানুয়ারী) টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার জিন্নাত শেখ টুঙ্গিপাড়া বিআরটিসি ট্রের্নি ইনস্টিটিউটের ড্রাইভিং প্রশিক্ষক হিসাবে কর্মরত। জিন্নাত শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পুরাতন মানিকদাহ গ্রামের মো: আবু সাইদের ছেলে। টুঙ্গিপাড়া থানার এসআই ওবায়দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাংগা “টুঙ্গিপাড়া বিআরটিসি ট্রের্নি ইনস্টিটিউট” এর সামনে থেকে ১৬পিচ ইয়াবাসহ মাদকবিক্রেতা জিন্নাত শেখ’কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন