জিবি নিউজ 24 ডেস্ক //
একের পর এক ভিন্নধর্মী প্রতিভা দেখিয়ে আলোচনায় থাকা হিরো আলম এবার ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন। চলতি বছরেই নিজের তিনটি ছবি মুক্তি দেবেন তিনি।
নিয়মিত অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে ব্যস্ত থাকছেন বগুরার ছেলে আশরাফুল আলম। কদিন আগেই পুনরায় জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে অংশ নেওয়ারও ঘোষনা দিয়েছিলেন তিনি।
ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসার ব্যাপারে হিরো আলম বলেন, এই বছরে আমার তিনটা ছবি মুক্তি দিতে চাই। কাজ কম্পলিট হয়ে আছে। কিন্তু করোনার কারণে হলে রিলিজ দিতে সাহস পাচ্ছি না। আর সারা দুনিয়া আবার ঘর বন্দী জীবনে চলে যাচ্ছে। আমাদের দেশে আবার বিধি নিষেধের সিদ্ধান্ত এসেছে। তাই চিন্তা করে দেখলাম কিভাবে কাজগুলো রিলিজ দেওয়া যায়। সেই ভাবনা থেকেই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি। কারো কাছে যাবো না। নিজের কাজ নিজে রিলিজ দেবো। যার ইচ্ছে হবে দেখবে।
ওটিটি প্ল্যাটফর্মের নাম এখনো ঠিক হয়নি। শিগগিরই নাম ঘোষণা করবেন বলে জানান হিরো আলম।
তিনি আরও বলেন, ‘আমার তো বগুড়া ডিশের ব্যবসা আছে। তা থেকে আমার ভালো অভিজ্ঞতা আছে। আশা করি ওটিটির বিজনেসও আমি ভালোভাবে চলাতে পারবো। কোনো সমস্যা হবে না। নতুন নতুন ছেলে মেয়েদের কাজের জায়গা দিতে পারবো। যা আমার কাছেও ভালো লাগবে। আশা করছি এই বছরে সবার সামনে চলে আসবে আমার ওটিটি প্ল্যাটফর্ম।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন